স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জাদুর পরশে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন অধিনায়ককে পেয়ে প্রথমবারের মতো মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত লিগস কাপের ফাইনালে উঠে গেছে মিয়ামি। বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথম সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের চেস্টারের সুবারু পার্কে অনুষ্ঠিত ম্যাচে মিয়ামির হয়ে একটি করে গোল করেন ভেনিজুয়েলার জোসেফ মার্টিনেজ, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, মেসির সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা ও বদলি নামা ডেভিড রুইজ। ফিলডেলফিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আলেজান্দ্রো বেদোয়া। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মক্সিকান ক্লাব মনটেরিকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে নাশভিল এসসি। সেমির দুই বিজয়ী দল মিয়ামি ও নাশভিল রবিবার সকালে শিরোপানির্ধারণী ফাইনাল মহারণে মুখোমুখি হবে। লিগস কাপের ফাইনালে ওঠায় পরের মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে মিয়ামির। মহাদেশীয় এই আসরে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করেছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। ২৭ দলের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা খেলবে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে। ফরাসি জায়ান্ট পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেয়ার পর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটি ছিল মেসির অন্যতম কঠিন চ্যালেঞ্জ। এমএলএস’এ অন্যতম শক্তিশালী দল ফিলাডেলফিয়া। ইস্টার্ন কনফারেন্স টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে আছে তারা, যেখানে মিয়ামির অবস্থান তলানিতে। ঘরের মাঠে ইউনিয়নের রেকর্ডও খুব ভালো। এর আগে সুবারু পার্কে ৩৮ ম্যাচে মাত্র একটিতে হারে তারা। কিন্তু এসব রেকর্ড এবার আর ধোপে টেকেনি। কেননা প্রতিপক্ষ তাঁবুতে আছেন বিস্ময় বালক মেসি। তার ছোঁয়াতে বদলে যাওয়া মিয়ামির কাছে পাত্তাই পায়নি ফিলাডেলফিয়া। ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই স্বাগতিকরা এলোমেলো হয়ে যায়। ইউক্রেনিয়ান ডিফেন্ডার সার্গেই ক্রিভসোভের পাসে ইউনিয়নের ব্যাকলাইন আগোছালো হয়ে পড়লে মার্টিনেজ জোরালো শটে গোলরক্ষক আন্দ্রে ব্লেককে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর ফিলাডেলফিয়া সমতায় ফেরার সুযোগ পায়। হাঙ্গেরিয়ান ড্যানিয়েল গাজডাগের শট সরাসরি মিয়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের হাতে জমা পড়ে। ১৯ মিনিটে গাজডাগ আরও একটি সুযোগ হাতছাড়া করেন। তার কার্লিং শটটি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২০ মিনিটে বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে মিয়ামির তৃতীয় গোলটি করেন আলবা। বিরতির পর ৭৩ মিনিটে বেদোয়ার গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে ফিলাডেলফিয়া। কিন্তু ৮৪ মিনিটে মিয়ামির হয়ে রুইজ চতুর্থ গোল করলে সব আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। ম্যাচ শেষে মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো বলেন, আমাদের লক্ষ্য ছিল আগামী মৌসুমে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করা। আমরা সেটা করে দেখিয়েছি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের বাছাইপর্বে খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের লিগস কাপের ফাইনালে জেতার প্রস্তুতি নিতে হবে। এর মাধ্যমে পুরো দল দারুণভাবে উজ্জীবিত হবে।
Discussion about this post