ঢাকা: মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বখস। মেঘনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশেও গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন সেটা তার নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নেই। তিনি আরও বলেন, মডেল মেঘনা আলমের এই ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। এর আগে একই ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি উৎসব পালনে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, তারা সরকারকে সহায়তা করেছে। তিনি আরও বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি উচ্চ আদালত দেখছে।
Discussion about this post