স্পোর্টস রিপোর্ট: নাটকীয়তার ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের তখন ৯০ মিনিট। অতিরিক্ত সময় দেওয়া হলে ২-১ গোলে এগিয়ে থাকা ব্রাজিলের কাছে তখন চ্যালেঞ্জ ছিলো কোনোভাবে মেক্সিকোকে আটকে রাখা। কিন্তু ম্যাচের অতিরিক্ত ৩ মিনিটের মাথায় মেক্সিকো ব্যবধান সমান করলে মনে হতে থাকে ড্র অবস্থাই ম্যাচ শেষ হবে। কিন্তু তখনও নাটকীয়তার বাকি। চার মিনিট পর ডি বক্সে দারুণ এক ক্রস বাড়ালেন ভিনিসিউস জুনিয়র। লাফিয়ে নিখুঁত হেডে জাল খুঁজে নিলেন অরক্ষিত এন্দ্রিক। জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল। টেক্সাসে বাংলাদেশ সময় আজ রোববার (৯ জুন) সকালে জমজমাট প্রীতি ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। আন্দ্রেয়াস পেরেইরা শুরুতেই ব্রাজিলকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। হুলিয়ান কিনোনেস ব্যবধান কমানোর পর মেক্সিকোকে সমতায় ফেরান মার্তিনেস আয়ালা। এরপর এন্দ্রিকের ওই গোল গড়ে দেয় ব্যবধান। পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে ১৭ বছর বয়সী এই সেনসেশনের এটি তৃতীয় গোল। ভিনিসিউস, রদ্রিগো, রাফিনিয়ার মতো প্রথম পছন্দের বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন না শুরুর একাদশে। তাতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি ব্রাজিলের। সাভিনিয়োর কাছ থেকে বল পঞ্চম মিনিটে গোল করেন ফুলহ্যাম মিডফিল্ডার পেরেইরা। প্রথমার্ধে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেল্লি। ৬২তম মিনিটে মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যে সুযোগ তৈরি করেছিলেন এন্দ্রিক। তবে শেষ মুহূর্তে মেক্সিকোর এক খেলোয়াড়ের চ্যালেঞ্জে শট রাখতে পারেননি লক্ষ্যে। ৭৩তম মিনিটে আলেক্সিস ভেগার দুর্দান্ত ক্রসে ব্যবধান কমান কিনোনেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরান মার্তিনেস। মেক্সিকো ব্যবধান কমানোর পর ৭৪তম মিনিটে বদলি নামেন ভিনিসিউস। জয় এনে দেওয়া গোলে তারও আছে বড় অবদান। উল্লেখ্য, আগামী ১৩ জুন প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
Discussion about this post