স্পোর্টস রিপোর্ট: ইডেন গার্ডেনসে মুম্বাইকে ১৮ রানে হারিয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার্স। শনিবার (১১ মে) বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হয় ১৬ ওভারের। নিজেদের ঘরের মাঠে টসে হেরে ব্যাটিংয়ে যায় কলকাতা। ম্যাচের মাত্র ১০ রানের মধ্যে দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন আউট হলেও কলকাতাকে রানের পথে রাখেন ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানারা। ভেঙ্কটেশ আইয়ার ২১ বলে ৪২ রান, নীতিশ রানা ২৩ বলে ৩৩ রান এবং আন্দ্রে রাসেল ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন। এতে করে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় কলকাতা। মুম্বাইয়ের হয়ে পিয়ুস চাওয়া এবং জাসপ্রীত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াইটা ভালোই জমিয়েছিলো মুম্বাই। মুম্বাইয়ের হয়ে ঈশান কিশান ২২ বলে ৪০ রান করেন। তিলক ভার্মা ১৭ বলে ৩২ রান করেন। কিন্তু শেষদিকে কোনো ব্যাটারই তেমন ব্যাটিং দৃঢ়তা না দেখাতে পারায় ৮ উইকেটে ১৩৯ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস। চার ওভার বল করে দুই উইকেট শিকার করে বরুণ চক্রবর্তী ম্যাচসেরা হয়েছেন। এই ম্যাচে জয়ের পাশাপাশি সব দলের আগে প্লে অফ নিশ্চিত করা কলকাতা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে। অন্যদিকে মুম্বাই তলানির আগের অবস্থানে রয়েছে।
Discussion about this post