বিনোদন ডেস্ক: পাঠান বিতর্ক থামার নাম গন্ধ নেই। দেশ জুড়ে ধুন্ধুমার কাণ্ড। এর মাঝে ৩৭-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। জন্মদিন উদযাপনে স্বামীর রণবীরের সঙ্গে সমুদ্রসৈকতে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। এর মাঝে স্বামী রণবীর লেন্সবন্দি করলেন দীপিকাকে। সমুদ্র সফেন ঢেউ-এর মাঝে ছুটে চলেছে ইয়ট, নিওন বিকিনিতে দীপিকা, হাওয়ায় উড়ছে চুলছে। দিলেন বিশেষ বার্তা। তবে নায়িকার মুখে কুলুপ। এবার জন্মদিন পার হতে না হতেই দীপিকার পক্ষ থেকে এল একটি বিশেষ বার্তা। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, এক টুকরো ঝলক, ফেলে আসা বছরটা ঠিক যেমনটা কাটল, অন্তত জন্মদিনের দিনটা যেভাবে কাটল। নতুন বছরে নতুন কিছুর অপেক্ষায় আমি, সকলের উন্নতি হোক, বর্তমানে বাঁচুন, কৃতজ্ঞতা সকলকে। শেষে দীপিকার অভিব্যক্তি, আমার জন্মদিনে এত শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ সকলকে।
Discussion about this post