বিনোদন ডেস্ক: রায়হান রাফী পরিচালিত আরিফিন শুভ অভিনীত ‘নূর’ সিনেমা সেন্সর ছাড়পত্র পায় গতবছরের ডিসেম্বরে। সে সময় রাফী বলেছিলেন, সিনেমাটির মুক্তি নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। তাই এখন কিছু বলতে চাচ্ছি না। মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব। এরপর কেটে গেছে অনেকদিন। কিন্তু ছবিটি নিয়ে হয়নি কোনো আলোচনা। এতে গুঞ্জন উঠেছিলে শুভর সঙ্গে দ্বন্দ্বের কারণেই ছবিটি মুক্তি দিচ্ছেন না রাফী। তবে বিষয়টি অস্বীকার করেছিলেন দুজনেই। সেসব এখন অতীত। ছবিটির মুক্তির তারিখ জানিয়ে শুভ অনুরাগীদের যেন স্বস্তি দিলেন নির্মাতা। নির্মাতা রায়হান রাফী জানালেন, আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে রাফী বলেন, দর্শক যা ভাববে ঠিক তার উল্টোটা হবে। আমার সিনেমাগুলোতে এমনটা করে থাকি। সব প্রশ্নের উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি। ‘নূর’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন শুভ।
Discussion about this post