বিনোদন ডেস্ক: মুক্তিযোদ্ধা-অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল ৫টায় তার নামাজের জানাজা কুর্মিটোলার একটি মসজিদে অনুষ্ঠিত হবে। তার এই মৃত্যুতে দীর্ঘ দিনের সহকর্মীরা জানিয়েছেন শোক। গুণী এই শিল্পীর জন্ম ১৯৫০ সালে বগুড়া জেলার সান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিক্যাল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রীধারীদের একজন খালেকুজ্জামান। ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। তার আগে স্কুল কলেজ জীবনের অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেনতিনি ।
Discussion about this post