হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনীতে অসহায় এক বীর মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। তার নাম আহমদ হোসেন চৌধুরী। এ ঘটনায় পুলিশ নাহিদা সোলতানা (৩৫) নামে এক গৃহবধুকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার সকালে একই বাড়ির লোকমান হাকিম এবং তার পরিবার কতিপয় দুর্বৃত্তকে ভাড়া করে ভিটের সঙ্গে লাগোয়া মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে নির্যাতন ও গাছের সাথে বেঁধে জায়গা দখল করে পাকা দেয়াল নির্মাণ করে। এ ধরনের নির্মম ঘটনা সংঘঠিত হলেও স্থানীয় বিচারের আশায় এ মুক্তিযোদ্ধা ঘটনাটি প্রকাশ করেননি। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ফাঁস হয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি যাচাই বাছাই করে প্রশাসনিক ব্যবস্থা নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংবাদ পেয়ে তিনি মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে থেকে জবর দখলকৃত জায়গাটিতে নির্মিত দেয়ালটি ভেঙে গুড়িয়ে দেন। ঘটনার মূল ইন্দনদাতা নাহিদা সোলতানাকে গ্রেপ্তার করলেও স্বামী লোকমান হাকিম (৫০) ও পুত্র ইমতিয়াজ হাকিম (২৫)পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত গৃহবধু নাহিদা সোলতানাকে বুধবার কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Discussion about this post