মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সিএনজি চালিত অটোরিকশাকে লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক, দুই সহোদরসহ ৪ জন নিহত হয়েছে । আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার চলমান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মীরসরাইয়ের উত্তর ঘড়িয়াইশের সামসুদ্দিনের ছেলে শেখ ফরিদ (৩০) পশ্চিম রায়পুরের হারুন মিয়ার ছেলে সুমন (২৫) ও তার ভাই মেহেদী (২২) পূর্ব রায়পুরের আবুল কাশেম (৬০)। আহতরা হলেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মোস্তফা কামাল স্থানীয় বাসিন্দা রফিক (২৫), রায়পুরের আব্দুল আউয়াল (৫০), শাহ আলী (২৬) ও নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় জোনাকী বাসের ড্রাইভার ও একটি ট্রাকের ড্রাইভার গাড়ি দাঁড় করে ঝগড়া করছিলেন। যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটিও স্থানটি ক্রস করছিল। কিছু বুঝে উঠার আগেই পিছন থেকে কাভার্ডভ্যান এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে ।আহত একজন পুলিশ সদস্য বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সরফুদ্দিন।
Discussion about this post