শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে মিষ্টির দোকানে তর্ক-বিতর্কের জেরে রবিউল ইসলাম (৩২) নামের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক কর্মচারী সোহাগ মোল্লার (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মুন্সী বাজারে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম কাঁচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাদিম হাওলাদার কান্দির মৃত কাশেম মিয়ার ছেলে। অপরদিকে অভিযুক্ত সোহাগ মোল্লা একই এলাকার সিরাজ মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁচিকাটা মুন্সী বাজারে দীর্ঘদিন ধরে মিম সুইটস নামের একটি মিষ্টির দোকান পরিচালনা করে আসছিলেন বিল্লাল দেওয়ান। তার দোকানে শুরু থেকেই রবিউল ইসলাম নামের এক যুবক কাজ করছেন। দেড় মাস আগে ওই দোকানে সোহাগ মোল্লা নামের আরেক কর্মচারী কাজ নেন। মঙ্গলবার দুপুরে ওই দুই কর্মচারীর মধ্যে সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। ঝামেলার একপর্যায়ে রবিউলকে ছুরিকাঘাত করে সোহাগ। এতে ঘটনাস্থলেই মারা যায় রবিউল। এ সময় তাকে থামাতে এসে মনসুর সর্দার নামের আরেক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়। এদিকে ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সোহাগকে আটক করে দোকানের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির দোকানের দুই কর্মচারীর মধ্যে তর্ক বিতর্কের জেরে রবিউল ইসলাম নামের এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।
Discussion about this post