সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে মিল্কভিটার দুধবাহী একটি ট্রাকচাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, দুধবাহী ট্রাকটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিল অপরদিক থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় অভারটেক করতে গিয়ে ওই ট্রাকের সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাকটি লেনের ওপরে উঠিয়ে দেন। এতে সামনে থাকা মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয় এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পকেট থেকে পাওয়া আইডিকার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে এটির মালিককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post