ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মিয়ানমারে মানবিক কারণে করিডর না দিয়ে মানবিক সহায়তা করার সক্ষমতা বাংলাদেশের আছে। ড. মুহাম্মদ ইউনূস দেশের জন্য সম্মান এনেছে কিন্তু কোথাও তাকে বাধা দেয়া হচ্ছে। বুধবার (৭ মে) প্রেসক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে ফারুক আরও বলেন, মিয়ানমারে মানবিক সহায়তা দেয়া যায় তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে দেশ ষড়যন্ত্রে পড়ে যায়। নির্বাচিত সরকারকেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। দেশের সব সমস্যা সমাধানের জন্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বাধাগ্রস্ত করতে দাবা খেলা হচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে আর ফিরতে দেবে না দেশের জনগণ। দেশের ৭১ ভাগ মানুষ নির্বাচন চায়। ষড়যন্ত্র করার সুযোগ দিতে পারে এমন কোন সংস্কারে হাত না দেয়ার আহ্বান।
Discussion about this post