ঢাকা: রাজধানীতে রাজনৈতিক দলের মিছিল মিটিংসহ যেকোনো সমাবেশে পতাকা বেঁধে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র বহন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার। বুধবার বিকাল তিনটায় ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হাফিজ আক্তার বলেন, লাঠির মাথায় করে পতাকা বেঁধে মিছিল বা সমাবেশে আসার পরে সেটা যেখানে সেখানে ফেলা হয়। এতে পতাকার অবমাননা ও অসম্মান হয়। তাই লাঠির মাথায় করে পতাকা বাঁধার নেশা থেকে বিরত থাকতে হবে। লাঠিসোটা নিয়ে যাওয়া যাবে না। গেল কয়েকদিন ধরে মিছিল সমাবেশে বিএনপির নেতাকর্মীদের লাঠিসোটা নিয়ে যেতে দেখা গেছে। এসব লাঠির অনেকগুলোর মাথায় জাতীয় পতাকাও বাঁধা ছিল, যা সংঘর্ষের সময় হামলার কাজে ব্যবহার করতে দেখা গেছে। এ অবস্থার মধ্যে এ কে এম হাফিজ আক্তার একথা বলেন
Discussion about this post