আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাসের শুরুতেই সস্তা হল এলপিজি গ্যাস সিলিন্ডার। প্রতি সিলিন্ডার পিছু ১০০ টাকা কমানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার ( ১ আগস্ট) তেল বিক্রয়কারী সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমায়। গত জুলাই মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে ৭ টাকা বাড়ানো হয়েছিল। এই মাসে ১০০ টাকা দাম কমিয়ে বড় সুরাহা দেয়া হয়েছে সাধারণ মানুষকে। তবে এই দাম কমেছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্যই। যার ফলে হোটেল মালিক, ছোট রেস্তোরাঁ ও হোটেল মালিকরা উপকৃত হবেন। আপাতত ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও ধরনের পরিবর্তন করা হয়নি। সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে অবশ্য তখনও কোনও হেরফের হয়নি। গত বেশ কয়েক মাস ধরেই ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে অপরিবর্তিত। কোন শহরে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম কত? বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার হল ১৯ কেজির গ্যাস সিলিন্ডার। এগুলো সাধারণত হোটেল, রেস্তোরাঁতেই ব্যবহার করা হয়। দেখে নেওয়া যাক প্রধান চার মেট্রো শহরে এই দাম কমার পরে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম কত হল? কলকাতা: শহর কলকাতায় এই দাম রয়েছে ১৮২০,৫০ টাকা। যা কিনা আগের মাসে ছিল ১৯২০ টাকা। অর্থাৎ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডার পিছু ১০০ টাকা। নয়াদিল্লি: দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আগের মাসে ছিল ১৭৮০টাকা, এখন সেই দাম রয়েছে ১৬৮০ টাকা। অর্থাৎ নয়াদিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১০০ টাকা। মুম্বই: বাণিজ্যিক রাজধানী শহরেও কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। ১৭৪০.৫০ টাকা থেকে মুম্বইতে গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৬৪০.৫০ টাকা। চেন্নাই: দক্ষিণের মেট্রো শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৮৫২.৫০ টাকা। যা কিনা গত মাসে ছিল ১৯৫২ টাকা। তবে ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। বাড়িতে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, সেগুলো আসলে ১৪,২ কেজির গ্যাস সিলিন্ডার। গত কয়েক মাসে এই সিলিন্ডারের দামেই কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম রয়েছে ১১২৯ টাকা। যা কিনা দেশের চার মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি।
Discussion about this post