স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক বিরতির পর এমএলএসে শারলট এফসির বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত বলে নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো।শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, ‘মেসি ভালো আছেন। তিনি পুরো সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং শারলটের বিপক্ষে ম্যাচে মাঠে থাকার জন্য প্রস্তুত।’বিশ্বকাপ বাছাইয়ের দায়িত্ব শেষে আর্জেন্টিনা থেকে ফিরে আসার পর মেসি ইন্টার মায়ামির প্রথম দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ফিফা উইন্ডোর পর মায়ামির প্রথম এমএলএস ম্যাচ এবং লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে পরাজয়ের পর তাদের প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ।তবে এই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না কোচ। লুইস সুয়ারেজ লিগস কাপ ফাইনালের এক ঘটনার জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। এছাড়া ফাফা পিকল্ট, ডেভিড রুইজ, অ্যালেন ওবান্দো ও বালতাসার রদ্রিগেজ ইনজুরির কারণে মাঠের বাইরে।মাশচেরানো বলেন, ‘এই মৌসুমে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, আর তা হলো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ফাফা, ডেভিড, আর লুইস নিষেধাজ্ঞায় নেই, আর বালতাসারও সম্ভবত খেলতে পারবে না। তবে এটি অন্যদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।’এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে শারলট এফসি। টানা আট ম্যাচ জিতে তারা পূর্বাঞ্চল কনফারেন্সের শীর্ষস্থানীয় দলে পরিণত হয়েছে এবং বর্তমানে মায়ামির থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে।
Discussion about this post