আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থানরত সকল ভিসা ধারীকে দেশটির আইন মেনে চলার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইন ভঙ্গকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ভিসা বা পাসের ধরণ (শিক্ষার্থী, বিনিয়োগকারী, দীর্ঘমেয়াদি ভ্রমণকারীর পাস বা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম) যাই হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। মালয়েশিয়ার মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার কোনো আপস করবে না।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইন ভাঙলে কর্তৃপক্ষ পাস বাতিল, কালো তালিকাভুক্ত করা এবং দেশ থেকে বিতাড়নের মতো পদক্ষেপ গ্রহণ করবে। এই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য, ব্যক্তির পটভূমি বা জাতীয়তা এখানে কোনো বিষয় নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশিদের নিয়ে কিছু ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ঘটনা বিদ্যমান আইনের অধীনেই সমাধান করা হবে এবং কোনো ধরনের গুজব বা অতিরঞ্জিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে।তিনি জানান, মালয়েশিয়া শুধুমাত্র ১৫টি দেশ থেকে নিম্নদক্ষ শ্রমিক নিয়োগের অনুমতি দেয়, যার মধ্যে চীন অন্তর্ভুক্ত নয়। তবে, ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত ৩০ হাজার ৬৭৯ জন চীনা নাগরিকের বেশিরভাগই নির্মাণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি এবং সেবা খাতের মতো বিশেষায়িত কাজে নিয়োজিত।দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউন ইসমাইল সবশেষে বলেন, মালয়েশিয়া বিনিয়োগ, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য সবসময় উন্মুক্ত। তবে এই উন্মুক্ততা কখনোই জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিনিময়ে আসবে না।
Discussion about this post