আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া বাংলাদেশি মার্কেট খ্যাত কোতারায়ার ব্যবসায়ী ও নোয়াখালী সমিতি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক এবং মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন মারা গেছেন( ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কুয়ালালামপুরের নিজ বাসায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বাংলাদেশ কমিউনিটি ও কোতারায়ার ব্যবসায়ীদের মাঝে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও লিটনের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সাধারণ প্রবাসীরাও গভীর শোক প্রকাশ করেছেন। আবদুল্লাহ আল মামুন লিটন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া আসেন এবং একসময় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর খানবাড়ী। লিটনের মরদেহ বর্তমানে স্থানীয় চেরাস হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ খুব শিগগিরই দেশে পাঠানোর কথা রয়েছে। তার আগে মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Discussion about this post