আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের একটি ভবনের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশিসহ ১০ অভিবাসী নারী শ্রমিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাকি ৯ জন ভারতীয় নাগরিক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টার দিকে মালের মাফান্নু এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে সংশ্লিষ্ট এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে মালদ্বীপের ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। আগুন লাগার পর তা নেভাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে। মালের ফায়ার সার্ভিস জানিয়েছে, মাফান্নু এলাকার ইস্কান্দার মাগুতে সেনরোজ নামের ওই ভবনের নিচে গাড়ির গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বেশিরভাগ বাসিন্দাই অভিবাসী নারী শ্রমিক। অগ্নিকাণ্ডের শিকার বাড়িটির প্রতিবেশীদের বরাতে মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানে অন্তত ২০ জনের মতো বিদেশি শ্রমিক বাস করতেন। আগুন লাগার পর তারা বাড়িটি থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখেছেন।
Discussion about this post