বিনোদন ডেস্ক: ওপার বাংলার প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে’র বাড়িতে শোকের ছায়া। বুধবার রাতে মারা গেছেন তার বড় মেয়ে বৈশালী দে। কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ পর্যন্ত হৃদরোগ কেড়ে নিল তার প্রাণ। বৃহস্পতিবার সকালে এ খবর জানিয়েছেন অভিনেতা দীপঙ্কর দে নিজেই। তিনি বলেন, বৈশালী বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। সে কারণে তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, বুধবার রাতে চিকিৎসারত অবস্থায় বৈশালীর বড়সড় হার্ট অ্যাটাক হয়। শেষরক্ষা করা যায়নি। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বৈশালীর বয়স হয়েছিল ৫২ বছর। পেশাগত ভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন অভিনেতা দীপঙ্কর দে’র মেয়ে বৈশালী। তার বিয়ে হয়েছিল অনিল কুরিয়াকোসের সঙ্গে। তিনিও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। বৈশালীর এক বোনও আছে। তার মৃত্যুর পর গোটা পরিবারেই শোকের ছায়া।
Discussion about this post