ঢাকা: মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও কিলো ফ্লাইটের কমান্ডার, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৮ জুন) তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ফরিদা খন্দকার দুই পুত্র, এক কন্যা ও তিন নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। ফরিদা খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আইএসপিআর আরও জানায়, আগামী বুধবার (১১ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের বিএএফ শাহীন মসজিদে বাদ আসর ফরিদা খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হবে।
Discussion about this post