স্পোর্টস ডেস্ক: লা লিগার ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের সংগঠন (এএফই)। আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রস্তাবিত লা লিগার ম্যাচ নিয়ে ২০ দলের অধিনায়ক বিরোধিতা করেছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) একটি কড়া বিবৃতি দিয়ে তারা লা লিগার বিরুদ্ধে অবস্থান জানায় এএফই। ডিসেম্বর মাসে এই ম্যাচটি স্পেনের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন লিগ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস, এবং তিনি আশাবাদী যে এটি ফেডারেশনের অনুমোদন পাবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ হিসেবে উঠে এসেছে।এফইর বিবৃতিতে বলা হয়, ‘স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন (এএফই) এবং প্রথম বিভাগের সব অধিনায়ক বৃহস্পতিবার বিকেলে বৈঠক করেন। সেখানে তারা স্পেনের বাইরে লা লিগার ম্যাচ আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন করেন। যা ১১ আগস্ট আরএফইএফ (স্প্যানিশ ফুটবল ফেডারেশন) ইউরোপীয় এবং বিশ্ব ফুটবল সংস্থাগুলোর কাছে অনুমোদনের জন্য পাঠানোর ঘোষণা দেয়।’ এএফই লা লিগার কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছিল, যাতে খেলোয়াড়দের যথাযথভাবে জানানো যায় এবং তাদের মতামত নেয়া যায়। কিন্তু লিগ নিজেদের দায় অস্বীকার করে এবং শুধু অনুমোদন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দেয়।বিবৃতিতে আরও বলা হয়, ‘এই পরিস্থিতিতে আমরা মনে করি—খেলোয়াড়দের সাথে কোনো আলোচনার অভাব এবং প্রয়োজনীয় তথ্য না দিয়ে লিগের পক্ষ থেকে এই প্রকল্পের উদ্যোগ গ্রহণ এবং আরএফইএফ বোর্ডের অনুমোদন একপ্রকার অসম্মানজনক। কারণ এতে খেলোয়াড়দের কর্মস্থলের বাইরে, অন্য দেশে খেলতে পাঠানো হচ্ছে, তাও একটি ঘরোয়া লিগের ম্যাচ হিসেবে।
Discussion about this post