স্পোর্টস ডেস্ক: আগে থেকেই জানা গিয়েছিলো ম্যাচটিতে খেলছেন না বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। একারণে আল নাসর-ইন্টার মায়ামির এই লড়াইয়ে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তবে মেসি মাঠে নামার আগেই একদম বিধ্বস্ত হয়ে গুড়িয়ে গেল মায়ামি। ৮৩তম মিনিটে মাঠে নেমে অলৌকিক কিছু করতে পারেননি আর্জেন্টাইন এই জাদুকরও। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে মায়ামিকে ৬-০ গোলে হারিয়েছে আল নাসর। যেখানে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। একবার করে জালের দেখা পান আরও তিনজন। ম্যাচের শুরুতেই মায়ামির গলা চেপে ধরে নাসর। প্রথম ১২ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে মেসির দল। মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মায়ামির জালে প্রথম বল জড়ায় তৃতীয় মিনিটে। পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও লিড এনে দেন নাসরকে। ম্যাচের দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। দুই মিনিট পর আরও একবার মায়ামির জালে বল পাঠায় মায়ামি। ফলে ১২তম মিনিটে ব্যবধান তিনগুন করেন আইমেরিক লাপোর্তা। এমন শুরুর পর প্রথমার্ধের বাকি সময়টায় আর গোল পায়নি কেউই। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসর। বিরতি থেকে ফিরেও ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। ৫১তম মিনিটে পেনাল্টি পায় নাসর। সেই সুযোগে নিজের দ্বিতীয় ও দলের চর্তুথ গোলটি করেন তালিসকা। ৬৮ মিনিটে মোহাম্মদ মারানও গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। আর ৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তালিসকা। এরপর চেষ্টা করেও আর গোল পায়নি কেউই। ৮৩তম মিনিটে মেসিও নামেন মাঠে। তবে সর্বনাশ যা হওয়ার তা বেঞ্চে বসেই দেখেছেন অধিনায়ক। মাঠে ফিরেও দলকে খাদের কিনারা থেকে তুলতে পারেননি। শেষ পর্যন্ত অধা ডজন গোল হজম করেই মাঠ ছাড়তে হয়েছে মেসির মায়ামিকে।
Discussion about this post