মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। বুধবার (৫ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম। গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের মো. সোলাইমান আলী, গোলড়া চরখন্ড গ্রামের মো. আলমগীর হোসেন, সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামের আল ইসলাম ও একই গ্রামের মাসুদ রানা। পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় উপ-পরিদর্শক মাহবুব আলম, মাসুদ রানা শামীম ও হাবিব আল নোমান পৃথক তিনটি অভিযান চালায়। অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।’ এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Discussion about this post