মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে এক ঘণ্টার মধ্যে মা শোভা রায়ের (৮০) মৃত্যু হয়েছে। এর আগে, সকাল সাড়ে ছয়টার দিকে তার সন্তান অমল রায়ের (৪৮) মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, হরিরামপুরের আন্ধারমানিক এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় ও তার ভাই বিমল রায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে বাইসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন। অমল রায় দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সকাল সাড়ে ৬টায় তিনি মারা যায়। ছেলের লাশ ধরে কাঁদতে কাঁদতে সকাল সাড়ে সাতটার দিকে শোভা রায়ের মৃত্যু হয়। বয়ড়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইমদাদুল হক শাহিন বলেন, ‘ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে সম্ভবত শোভা রায় স্ট্রোক কওে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
Discussion about this post