মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিক ও এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মশাইল খালপাড় এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ব্রিজে কাজ চলাকালে বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দেয়। এতে পিরোজপুর জেলার নাজিরপুর থানার কলতলা গ্রামের সোহাগ খান (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।একই দিন বেলা ১১টা ২০ মিনিটে উপজেলার দরগ্রাম-সাটুরিয়া সড়কের দরগ্রাম চেয়ারম্যান বাড়ি মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত ও ব্যাটারচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত হন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক বারেক গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নিহত রফিকুল ইসলাম গোপালপুর দক্ষিণপাড়ার আজান মিয়ার ছেলে।লাশ দুটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
Discussion about this post