নড়াইল প্রতিনিধি: নড়াইলে ২০১৫ সালে দায়েরকৃত একটি মানহানির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে মহেদেী হাসান এ খালাস আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে দেয়া গয়েশ্বর চন্দ্র রায়ের একটি বক্তব্যকে অবমাননাকর বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়। আশিক বিল্লাহ নামে কতিথ শেখ জামাল পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ঐ বছরের ২৯ ডিসেম্বর মানাহানির মামলাটি দায়ের করেন। মামলার বাদী আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘদিন অনুপস্থিতসহ মামলায় কোন স্বাক্ষী পাওয়া যায়নি। এমন বাস্তবতায় আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার ধার্য দিনে আদালত কার্যবিধি ২৪৭ ধারা মতে গয়েশ্বর রায়কে খালাস প্রদান করেন।
Discussion about this post