ডেস্ক রিপোর্ট: আবারও মানবিক উদ্যোগে এগিয়ে এল জার্মানি। এবার চলতি বছরের শেষে আরও তিন কোটি ডোজ করোনার টিকা বিশ্বের অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বিনামূল্যে দেওয়ার ঘোষণায় মার্কেল সরকারের প্রশংসা করেছেন স্থানীয়সহ প্রবাসীরা। এদিকে গর্ভাবস্থায় টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না, তা খতিয়ে দেখছে জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা মহামারির তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল ও অনুন্নত দেশের অবস্থা আরও শোচনীয়। এ অবস্থায় পিছিয়ে পড়া দেশগুলোর দিকে আবারও মানবিক সহায়তার হাত বাড়িয়েছে জার্মানি। চলতি বছর শেষে দরিদ্রতায় জর্জরিত দেশগুলোর জন্য আরও তিন কোটি ডোজ করোনা টিকা দেওয়ার ঘোষণায় খুশি দেশটির সাধারণ জনগণসহ প্রবাসীরা। পৃথিবীর একেক দেশে করোনার প্রভাব একেক রকম। তবুও করোনার মতো একটি বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজতে হবে সম্মিলিতভাবেই। এদিকে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি স্টিকো নতুন এক গবেষণায় জানিয়েছে, গর্ভাবস্থায় কিংবা শিশুদের বুকের দুধ দেয়ার ক্ষেত্রে করোনার টিকা গ্রহণে তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে দেরি না করে ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি দরিদ্র দেশগুলোতে পৌঁছে দিলে হয়তো বড়সড় মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৮৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৯৬২ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৬১ হাজার ৫৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ৯৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৫৯ জন।
Discussion about this post