ঢাকা: আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ইইউ’র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার জন্য আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করবে। এ সময়ে তারা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং মাঠ পর্যায়ে কর্মরত বহুপাক্ষিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করার কথা রয়েছে তাদের।
Discussion about this post