ঢাকা: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার এস এম আমিনুজ্জামান ফারুকসহ তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি এস এম আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান তারা এবং এ কে এম আকরাম হোসেন আদালত কক্ষে উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় ২০১৮ সালের ৩০ আগস্ট। মামলায় ৪ আসামি থাকলেও, বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় ২০১৯ সালে মারা যান মো. এমদাদুল হক খাজা নামের আরেক আসামি। আসামিদের বিরুদ্ধে শেরপুর জেলার নকলা উপজেলার রামেরকান্দি, বিবিরচর, মজিদবাড়ি, জালালপুর ও বাজেরদি গ্রামে কয়েকজন মুক্তিযোদ্ধাকে হত্যা, অপহরণ, আটকে রেখে নির্যাতন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী ৪টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে ৩টি অভিযোগে ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল। একটি অভিযোগ প্রমাণিত হয়নি।
Discussion about this post