মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন মিয়া উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কড়রা বাড়ি থেকে সুমন মিয়াকে ডেকে নেয় একদল দুবৃর্ত্ত। রাত ১০টার দিকে একটি ধানের মিলের সামনে নিয়ে সুমনকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে।
Discussion about this post