মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন আশিক মিয়া (২৫) মেহেরপুর জেলার নিরবউদ্দিনের ছেলে ও শাহাদাৎ হোসেন (২৮) একই এলাকার আরিফ হোসেনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধু শাহাদাৎকে সাথে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক। জানা গেছে আজ সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক। গুরুতর আহত অবস্থায় শাহাদাৎকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাহাদাৎকে ফরিদপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে মারা যায়। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post