বিশেষ প্রতিবেদন:চুয়াডাঙ্গার জীবননগরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিহাব হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) ভুক্তভোগী ছাত্রীর মা জীবননগর থানায় অভিযোগ দিলে ওইদিন রাতেই শিহাবকে আটক করে পুলিশ। আটক শিহাব জীবননগরের তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার পথে শিহাবসহ তিন যুবক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে জীবননগর বিজিবি ক্যাম্পের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিহাব তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ছেড়ে দিলেও অভিযুক্তরা মাদরাসা ছাত্রীর গলায় কাঁচি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু পরদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনা খুলে বলে।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, রোববার বিকেলে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেছেন একজন মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিহাব নামের একজনকে আটক করেছে। সোমবার শিহাবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Discussion about this post