বিনোদন ডেস্ক: মাদক মামলায় জামিন পাওয়ার ছয় মাস পর চিত্রনায়িকা সিমন হাসান একার নামে চার্জশিট (অভিযোগপত্র) দিল পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে সেটি গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায়। গত বছরের ৩০ জুলাই নায়িকা একা তার গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। সে দিনই হাতিরঝিল থানায় মামলা করেন ওই গৃহকর্মী। পরদিন একাকে তার রামপুরার বাসা থেকে আটক করে পুলিশ। এসময় সেখান থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন নায়িকা একার বিরুদ্ধে। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মো. ফয়সাল। অন্যদিকে, একার পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদক ও গৃহকর্মী নির্যাতনের দুই মামলায় ৯ দিন কারাগারে কাটানোর পর গত ১০ আগস্ট ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের ভার্চুয়াল আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা একাকে।
Discussion about this post