ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের হেফাজত থেকে ৫৫১১ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, নয় বোতল বিদেশি মদ, ৭০ বোতল দেশি মদ, সাড়ে ১৬ কেজি গাঁজা ও ২৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।
Discussion about this post