স্পোর্টস ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মাঠে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় জরুরি পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।কোচ জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে সিপিআর দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। পরে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি আবার নিস্তেজ হয়ে পড়েন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের প্রস্তুতি ও গা গরমের জন্য সকালে নির্ধারিত সময়েই খেলোয়াড়দের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন অভিজ্ঞ স্থানীয় কোচ জাকি।এ সময় হঠাৎ দলের ডাগআউটের কাছে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দলের ফিজিও সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দেওয়া শুরু করেন। এতে তিনি সাড়াও দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো পেসারদের বোলিং উন্নয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানে তা সংশোধনের কাজ করা হয়।
























































Discussion about this post