ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ালিদ সরদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার গগন গ্রামে এ ঘটনা ঘটে। ওয়ালিদ ওই গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে। সে সদর উপজেলার বিনয়কাঠি শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাইফ খান জানান, নিহত ওয়ালিদের পারিবারিক পুকুরে মাছ ধরার জন্য সকাল থেকে ইলেকট্রিক পাম্প মেশিনে সেচের কাজ চলছিলো। বিকেলের দিকে পুকুরের পানি কমে আসলে ওয়ালিদ মাছ ধরতে নামে। একপর্যায়ে সে পাম্প মেশিনের পাইপের কাছে গেলে পানিতে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Discussion about this post