ঢাকা:রাজধানী উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার বিষয়ে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (২২ জুলাই) পাঠানো ওই চিঠিতে দুর্ঘটনায় হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য ভারতের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।চিঠিতে জানানো হয়, উত্তরার মাইলস্টোন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় হতাহতদের জন্য সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন। ভারতের পক্ষ থেকে জরুরি চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাসও দেওয়া হয়।ভারতীয় হাইকমিশন চিঠিতে আরও উল্লেখ করে, দুর্ঘটনায় আহতদের মধ্যে কারা ভারতে উন্নত চিকিৎসা নিতে ইচ্ছুক বা উপযুক্ত, সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য পাওয়ার পরপরই ভারতীয় কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করা হয়।এর একদিন আগে, গতকাল সোমবার (২১ জুলাই), ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের মধ্যে অনেকে তরুণ শিক্ষার্থী—এই খবর হৃদয়বিদারক। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।”
Discussion about this post