চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার বড়দিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, মতলব ঘনিয়ার পাড় এলাকার চালক জসিম উদ্দিন মোল্লা (৪৯), চাঁদপুর শহরের পুরাণ বাজারের হানিফ বেপারী (২৮), নতুন বাজার এলাকার নুপুর (১৪)। প্রত্যক্ষদর্শী ও মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, চাঁদপুর থ-১১-২৭৯৬ নম্বরের অটোরিকশাটি চাঁদপুর থেকে যাত্রী নিয়ে মতলবের দিকে যাচ্ছিল। রাত আটটার দিকে বড়দিয়া বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-চ -১৯-৮০১২ নম্বরের মাইক্রোবাসটি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড় এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে সিএনজি চালক জসিম উদ্দিন মারা যান। আহত হন অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিনজন। দুর্ঘটনায় আহতদের মধ্যে জান্নাত আক্তার পপি নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যজনের নামপরিচয় জানা যায়নি। থানা পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় মাইক্রোবাসটি থাকা এক প্রবাসী ও তার স্বজনরা অক্ষত থাকলেও যানটির চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় ঘণ্টাব্যাপী মতলব-বাবুরহাট সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মরদেহ, মাইক্রোবাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
Discussion about this post