বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীনস্ত শ্যামকুড় ও বাঘাডাংঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। আটকরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘আটকদের মধ্যে ছয় জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যদের আদালতে সোপর্দ করা হবে।’
Discussion about this post