স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ মোঃ আমির হোসেন (৩২) নামের আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র(ICU)তে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে মৃত্যু হয়েছে।এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়াল। বুধবার (০৬ ডিসেম্বর) রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আই সি ইউ)তে তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা,মোঃ তরিকুল ইসলাম জানান,মহাখালী আগুনের ঘটনায় মোঃ সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।তার শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল তার শ্বাসনালীতে দগ্ধ ছিল এই ঘটনায় তিনজনে মৃত্যু হল। ও চারজন ভর্তি হয়েছে তাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ভর্তি রয়েছে দুজনকে ( HDU) ভর্তি করা হয়েছে।বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মোহাম্মদ সেলিম হোসেনের সন্তান।
Discussion about this post