ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর এ ঘোষণা দেন। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ ঘোষণা দেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ঢাকা থেকে যাওয়া দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। গত রবিবার সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। গুলিতে ওইদিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমপ্যাথ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দু জনের মৃত্যু হলো। এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬ শতাধিক নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করা হয়েছে।
Discussion about this post