বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণার সূচনা করেছে বিএনপি, যার শুরু হচ্ছে সিলেট থেকে। এরই ধারাবাহিকতায় আজ সাতটি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সূত্র জানায়, নির্বাচনী মাঠে নামার প্রথম দিনেই তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন। তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) সকালে সিলেটে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। বেলা সাড়ে ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় অবস্থিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি ভাষণ দেবেন। ad এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখান থেকে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন। পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যাবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। সবশেষে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর অংশ হিসেবে গতকাল বুধবার রাতে সিলেটে যান তারেক রহমান। রাত ৮টায় বিজি-২২৭ নম্বর বিমানে করে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। মাজার জিয়ারত শেষে খাদিমনগরে হজরত শাহ পরাণ (রহ.)- এর মাজারে যান বিএনপি চেয়ারম্যান। দুই মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে রাত্রিযাপন করেন।
















































Discussion about this post