ঢাকা : নতুন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ব্যাংককে চিকিৎসাধীন রওশন এরশাদ সোমবার রাতে এক বিবৃতিতে এমন প্রত্যাশার কথা বলেছেন একইসঙ্গে মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে নতুন ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠনে করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন, ২০২২ প্রণয়ন করে এবং আইন অনুযায়ী’ নির্বাচন কমিশন গঠন করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, নতুন নির্বাচন কমিশন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিবে-এটাই সকলের প্রত্যাশা। নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের উপর ন্যাস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবেন। বেগম রওশন এরশাদ, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জনগনের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন। সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলেই সম্ভব হবে সব দলের অংশ গ্রহণে আগামীতে দেশে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয় রওশন এরশাদকে। এখনো সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাঝে করোনার পাশাপাশি নানা গুরুতর রোগে আক্রান্ত হয়ে আইসিইউতে নিতে হয়েছিল তাকে। বিদেশে নেয়ার পর এখন কিছুটা সুস্থ বলে জানা গেছে।
Discussion about this post