ঢাকা : কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৩ জন নিহত (রাত ৯টা পর্যন্ত) ও অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টার দিকে এক শোক বাণীতে বিএনপি মহাসচিব এ ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানান। শোকবানীতে বিএনপি মহাসচিব অবিলম্বে আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে নিহতদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা ও তাদের অবিলম্বে সহযোগিতা করার দাবি জানিয়েছেন। বাণীতে মির্জা ফখরুল দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন।
Discussion about this post