আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস লেক ইরি পানামা খাল অতিক্রম করে ক্যারিবীয় সাগরের দিকে এগিয়ে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতের এই পদক্ষেপ এমন সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (গ্রিনিচ সময় শনিবার ২টা ৩০ মিনিট) যুদ্ধজাহাজটি খালের একটি লক অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যায়।যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই যুদ্ধজাহাজ মোতায়েন মূলত মাদক চোরাচালান রোধে পরিচালিত একটি সামরিক অভিযানের অংশ।পানামাবাসী আলফ্রেডো সেদেনো (৩২) একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, ‘আমি জানতাম না জাহাজটা এখানে আসবে। হঠাৎ দেখে আমি অবাক হয়ে যাই।’ইউএসএস লেক ইরি গত দুই দিন ধরে খালের প্রশান্ত মহাসাগরীয় প্রান্তে রডম্যান বন্দরে নোঙর করা ছিল।এদিকে ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদকচক্রের নেতা হিসেবে অভিযুক্ত করেছে এবং তার গ্রেপ্তারে পুরস্কার বাড়িয়ে ৫ কোটি ডলার নির্ধারণ করেছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা আক্রমণের কোনো ঘোষণা দেয়নি।অন্যদিকে কারাকাস জানায়, তারা মাদকবিরোধী অভিযানে কলম্বিয়া সীমান্তে ১৫ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। এছাড়া নৌবাহিনী ও ড্রোন ব্যবহার করে তারা নিজেদের আঞ্চলিক জলসীমা পাহারা দেবে বলেও ঘোষণা দিয়েছে।মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে তারা ৪০ লাখেরও বেশি মিলিশিয়া সদস্যকে প্রস্তুত রেখেছে।প্রসঙ্গত, ইউএসএস লেক ইরি ৫৬৭ ফুট (১৭৩ মিটার) দীর্ঘ এবং এর ওজন ৯ হাজার ৮০০ টন।
Discussion about this post