আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। এ বিষয়ে ইরান ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক টেলিফোন কথোপকথন অনুষ্ঠিত হয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ভেনেজুয়েলার বলিভারিয়ান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ফোনালাপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পর উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন।কথোপকথনের সময় আব্বাস আরাগচি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকেও কঠোর ভাষায় সমালোচনা করেন।আরাগচি এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও জনগণের জাতীয় ইচ্ছার ওপর আঘাত বলে অভিহিত করেন। তিনি ভেনেজুয়েলার জনগণ ও নির্বাচিত সরকারের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন।এদিকে, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো ইরানের নীতিগত অবস্থান এবং সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবৈধ ও দাদাগিরিমূলক নীতির বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণ ও সরকার তাদের জাতীয় সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।এই ফোনালাপটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরান এর আগেও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে আসছে এবং এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব ও জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।






















































Discussion about this post