আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূল থেকে ৯৫ অভিবাসী উদ্ধার হয়েছেন। ওশান ভাইকিং নামের একটি উদ্ধারকারী জাহাজ বুধবার তাদের উদ্ধার করে। তবে সেখানে এখনো চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া কয়েকজনের বরাতে এএফপি বলেছে, উদ্ধারকর্মীরা অতিরিক্ত যাত্রী বোঝাই নৌযানটির কাছে পৌঁছানোর আগেই চারজন সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জার্মান মানবিক এনজিওর ‘সী ওয়াচ’ নামের একটি টহল বিমান নৌযানটিকে শনাক্ত করে বিপদ সংকেত বার্তা পাঠায়। ওশান ভাইকিং ভূমধ্যসাগরে নিখোঁজদের সন্ধানে ঘণ্টার পর ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। এবং তারা তা খুঁজে বের করতে ব্যর্থ হয়। এনজিওটি বলেছে, ‘ওই এলাকায় থাকা দুটি লিবীয় টহল নৌকা উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধে সাড়া না দিয়ে চলে যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করেছে।’ মধ্য ভূমধ্যসাগরীয় রুটকে বিশ্বের সবচেয় বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে চিহ্নিত করেছে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা। এই রুটে ২০২২ সালে আনুমানিক ১ হাজর ৩শ ৭৭ জন অভিবাসী নিখোঁজ হয়েছে।
Discussion about this post