স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় অটোরিক্সার ধাক্কায় মোটরবাইক আরোহী মোঃ ফরিদুল ইসলাম (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে।নিহত মেঘনা গ্রুপের ট্রাক চালক ছিলেন। সোমবার(০৮ জানুয়ারি)সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪চার দিকে মৃত ঘোষণা করে। নিহতের মামা নুরুল ইসলাম জানান,আমার ভাগিনা মেঘনা গ্রুপের ট্রাক চলক ছিলেন সকালের দিকে মোটরসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার সময় ভুলতা গাউছি এলাকায় দ্রুতগামী একটি অটো রিক্সা ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন,পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়।পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুরি গ্রামের তাহের আলী সন্তান।বর্তমানে ভৃলতা গাউছিয়া এলাকায় থাকতেন।মেঘনা গ্রুপে ট্রাক চালক হিসেবে চাকরি করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post