স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন ভুটান উমেন্স ন্যাশনাল লিগের তিন ক্লাবে। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর আজ বৃহস্পতিবার (১৫ মে) খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি। এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই (অন্য দুইজন ঋতুপর্ণা ও সুমাইয়া) প্রথম মিনিট থেকে খেলেছেন। ভুটানকে নিয়ে একরকম ছেলেখেলাই করেছেন নারী ফুটবলাররা। শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ। প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামলো সাবিনারা। ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি। সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলো পারো। বিরতিতে যায় ১০-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দিলো আরও ১৮ গোল। এদিকে আজকের ২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণা চাকমা।
Discussion about this post