স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে আবারও স্বাগতিক ভুটানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ, তাই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করতে চায় লাল-সবুজ।শুক্রবার (২৯ আগস্ট) চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াই। আগের দেখায় এই ভুটানকেই হারিয়েছিল বাংলাদেশ, তাই আত্মবিশ্বাসে ভরপুর লিটুর শিষ্যরা আবারও মাঠে নামছে জয়ের লক্ষ্য নিয়ে।প্রতিপক্ষ ভুটান স্বাগতিক হলেও বাংলাদেশ দলের কাছে তাদের বিপক্ষে ইতিবাচক রেকর্ড আছে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপর ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি। সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়ায় মাহবুবুর রহমান লিটুর দল। নেপালের বিপক্ষে পরপর দুটি জয়ে নিজেদের ফর্মে ফেরে বাংলাদেশের মেয়েরা।পরের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। কারণ, ভারতের বিপক্ষে আবারও লড়তে হবে টুর্নামেন্টের শেষ ম্যাচে, যাদের এখনো কেউ হারাতে পারেনি। তাই ভুটানের বিপক্ষে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্বল্প সময়ের ব্যবধানে ম্যাচ হওয়ায় অনুশীলনের সুযোগ না পেলেও, ফিটনেস এবং রিকভারি সেশন করেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। জিম ও স্ট্রেচিং সেশনের মাধ্যমে খেলোয়াড়দের প্রস্তুত রেখেছেন কোচ লিটু। ছোটখাটো ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে দল। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়ায় খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী।দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে একটা ভালো জয় নিয়ে মাঠ ছেড়েছি। আশা করছি আরেকটা জয় নিয়েই মাঠ ছাড়বো। অনুশীলন ছিল না, শুধু রিকভারি সেশন ছিল। আমাদের যে ছোটখাটো ইনজুরি ছিল, তা আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে।’শিরোপার আশা জিইয়ে রাখতে হলে ভুটান এবং ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।
Discussion about this post